Tiger Rabi
Advertisements

কানপুরে চলছে ভারত-বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। তবে খেলা চলাকালীন ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গ্যালারিতে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হয়েছেন টাইগার রবি।

কানপুর টেস্ট ঘিরে আগে থেকেই নিরাপত্তা সংশয় ছিল। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ভারত মহাসভা বাংলাদেশ-ভারত মধ্যকার এই টেস্ট পণ্ড করতে হামলার হুমকি দিয়ে রেখেছিল। তবে সব শঙ্কা কাটিয়ে ব্যাপক নিরাপত্তা নিয়ে মাঠে গড়িয়েছে খেলা।

মাঠে কিংবা মাঠের বাহিরে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন না উঠলেও, ঠিকই প্রশ্ন উঠেছে ভারতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে। বাংলাদেশ দলকে সমর্থন দিতে আইকনিক সমর্থক টাইগার রবি মাঠেই আক্রমণের শিকার হয়েছেন।

শুক্রবার খেলা চলাকালীন গ্যালারিতে হামলার শিকার হন তিনি। ব্যাপক মারধর করা হয় তাকে। আঘাতের তীব্রতায় একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এই সময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Advertisements