ইউক্রেনে সমরাস্ত্রের ১৫টি চালান পাঠিয়েছে আমেরিকা ও ব্রিটেন
Advertisements

আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।ওয়েস্টার্ন এভিয়েশন রিসোর্সেস মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এটি বলেছে, চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার অজুহাতে দেশটিতে ১৫টি ফ্লাইট পাঠিয়েছে।

এ খবর এমন সময় প্রকাশিত হলো যখন রুশ গণমাধ্যমগুলো এর আগে ইউক্রেনের কাছে আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে সরবরাহ করা সমরাস্ত্রকে ‘পুরনো ও সেকেলে’ বলে উল্লেখ করেছিল।

ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ভ্যালেরি সম্প্রতি অভিযোগ করেন, আমেরিকা তার দেশে পুরনো অস্ত্র পাঠিয়েছে।

আমেরিকা এখন পর্যন্ত ইউক্রেনে পরিবহন বিমানে করে ২৫০ টন সমরাস্ত্র পাঠিয়েছে।এসব অস্ত্রের বেশিরভাগ কাঁধে বহনযোগ্য ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র। রাশিয়ার ট্যাংকের বহর ইউক্রেনে অনুপ্রবেশ করলে সেগুলোকে প্রতিহত করার লক্ষ্যে আমেরিকা কিয়েভকে এই অস্ত্র দিয়েছে।

ইন্টারফ্যাক্স আরো বলেছে, ব্রিটেনও ইউক্রেনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার সর্বোচ্চ সদ্ব্যবহার করছে। গত দু’সপ্তাহে বেশ কয়েকটি পরিবহন বিমানে করে কিয়েভকে সমরাস্ত্রে সয়লাব করে দিয়েছে ব্রিটেন।

সাম্প্রতিক সময়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্ত্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।

পার্সটুডে

Advertisements